পাকিস্তানের বন্দর শহর করাচিতে হাড়হিম করা ঘটনার ভিডিয়ো সিসি ক্যামেরায় বন্দি হল। করাচির জাকিয়া প্য়ালেসের মালির খোখারাপারে এক ডায়াগনস্টিক ল্যাবেটরি সেন্টার (মুলত রক্ত ও থুথু পরীক্ষা কেন্দ্র)-এর দুই কর্মীকে বন্দুকের ভয় দেখিয়ে নগদ অর্থ, দামি মোবাইল নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতিরা। তাদের মুখে মাস্ক পরা ছিল। বন্দুক নিয়ে সরাসরি কাউন্টারে গিয়ে ভয় দেখিয়ে নগদ টাকা ডাকাতি করতে থাকে সেই দুই দুষ্কৃতি। সেই ডায়াগনস্টিক সেন্টারে বসে থাকা অসুস্থ ব্যক্তি বা তাদের পরিবারের লোকেদের থেকেও মোবাইল নিয়ে পালায় তারা।
পাকিস্তানের অর্থনীতির হাল একেবারে খারাপ। ইমরান খানকে জেলে বন্দি রেখে একপেশে রিগিংয়ের পর কোনওরকমে শেষ হওয়া লজ্জার নির্বাচনের পর পাকিস্তানে রাজনৈতিক অচলাবস্থা তুঙ্গে। এরই মাঝে সেখানে বেকারত্ব তুঙ্গে উঠেছে, মুদ্রাস্ফীতি চরমে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। এই সবের কারণে গত কয়েক মাসে করাচি সহ পাকিস্তানের বিভিন্ন প্রান্তে বাড়ছে চুরি, ডাকাতি, অপরাধপ্রবণতার হার।
দেখুন ভাইরাল ভিডিয়ো
Robbery incident at diagnostic laboratory in front of Zakia Palace across Malir Khokharapar, robber successfully escaped after robbing cash and valuable mobile phones. #TOKAlert #Karachi pic.twitter.com/LNkdUqT2rm
— Times of Karachi (@TOKCityOfLights) March 22, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)