9-Foot Catfish: ইউরোপের সবচেয়ে বড় নদীতে ধরা পড়ল সবচেয়ে বড় মাছ। ইতালির পো নদী থেকে সম্প্রতি উঠে এসেছে এক অবিশ্বাস্য মাছ শিকার। দীর্ঘ ৯ ফুট ৪ ইঞ্চি (২.৮৫ মিটার) লম্বা এক বিশাল 'ওয়েলস ক্যাটফিশ'(Wels Catfish)। জেলের নাম আলেসান্দ্রো বিয়ানকার্দি। মাছটির দৈর্ঘ্য প্রায় একটি খাটের থেকেও বেশি, ওজনও গড়পড়তা মানুষের চেয়ে ভারী। শিকার করার পর মুহূর্তেই তিনি বুঝে যান এটা কোনও সাধারণ মাছ নয়, একেবারে দানব!
'ওয়েলস ক্যাটফিশ' (Silurus glanis) ইউরোপের সবচেয়ে বড় মিষ্টি জলের মাছ। তবে পো নদীর বিশেষ পরিবেশ তাদের আকার-আকৃতিকে করেছে আরও ভয়ংকর। প্রায় দুই দশক আগে এই প্রজাতি নদীতে ছাড়া হয়েছিল। তারপর থেকেই নদীর উষ্ণ জল আর প্রচুর খাদ্যের জোগানে তারা দ্রুত বেড়ে উঠছে। তুলনা করতে গেলে বলা যায়, ইউরোপের উত্তরাঞ্চলের ঠান্ডা জলে ৬ ফুট লম্বা একটি ক্যাটফিশের বয়স হতে পারে প্রায় ৭০ বছর। অথচ পো নদীতে মাত্র কয়েক দশকেই তার চেয়েও বিশাল দৈত্যাকার মাছ তৈরি হচ্ছে।
দেখুন খবরটি
A 9-foot catfish was just pulled from Europe’s longest river.
Fisherman Alessandro Biancardi hooked a wels catfish measuring 9.4 feet (2.85 meters) long, the largest ever recorded. It was longer than a bed, heavier than many humans, and so massive that Biancardi said he knew at… pic.twitter.com/IX1A6Yr7sa
— Massimo (@Rainmaker1973) September 25, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)