বিশ্ব পরিবেশ দিবসে সবুজ বাঁচানোরই আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Bandopadhyay)।পরিবেশ দিবস উপলক্ষে হাতে ফের কলম তুলে নিজের ফেসবুক হ্যান্ডেলে ৪ মিনিট ৬ সেকেন্ডের গানের ভিডিয়ো প্রকাশ করে পরিবেশ দিবসের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানের কথা ও সু্র মুখ্যমন্ত্রীর হলেও গানে কন্ঠদান করেছেন শিল্পী রূপঙ্কর বাগচী।
"সবুজ বাঁচাও, সবুজ দেখাও/সবুজের মাঝে বিবেক জাগাও"— এই শিরোনামের গানে মুখ্যমন্ত্রী লিখেছেন, “সকলকে জানাই বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা”। ভিডিয়োতে গ্রামবাংলার বিভিন্ন দৃশ্যর সঙ্গে ভেসে উঠেছে ফুল, নদী এবং মুখ্যমন্ত্রীর প্রকৃতিচর্চার বিভিন্ন খন্ডচিত্র। আছে প্রকৃতির মাঝে পাখি, হাতি, হরিণ, বাঘ প্রভৃতি নানা ধরণের বন্যপ্রাণী, কাশফুল, ধানক্ষেত, চা বাগানে পাতা তুলতে ব্যস্ত শ্রমিক। ভিডিয়োর প্রতি পরতে প্রকৃতি এবং পরিবেশ— তা বৃষ্টিস্নাত কলাপাতাই হোক বা অন্য গাছের পাতা থেকে জলবিন্দুর পতন। উত্তরের পাহার থেকে সুন্দরবন, সবুজদ্বীপ, গঙ্গাসাগরের নজরকাড়া প্রকৃতি সবই স্থান পেয়েছে গানের ভিডিওতে।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)