করোনা আবহে আজ নিয়ম মেনে খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা। গত বছর ১৬ নভেম্বর বন্ধ হয়েছিল এই মন্দিরের দ্বার। গত শুক্রবার ১৪ মে ভগবান শিবের মূর্তি শীতকালীন আবাস উখীমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে স্থানান্তর করা হয়। আর আজ ১৭ মে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হল মন্দিরের দ্বার। এই উপলক্ষে সোমবার ভোর পাঁচটা নাগাদ একটি অনুষ্ঠানও হয়। তবে কেদারনাথ মন্দিরের দ্বার খুললেও এই করোনা পরিস্থিতিতে কোনও পুণ্যার্থীকেই মন্দিরের চৌহদ্দিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। মন্দিরে শুধুমাত্র নিয়ম মেনে আচার অনুষ্ঠান হবে। এবার করোনা পরিস্থিতির জেরে সাময়িকভাবে বাতিল হয়েছে চারধাম যাত্রাও। একই সঙ্গে গত ১৪ মে খুলে গেছে গঙ্গোত্রী এবং যমুনোত্রী মন্দির।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)