দিল্লিতে মহিলার চাঞ্চল্যকর অভিযোগ। তানিয়া শর্মা নামের এক আইনজীবীর অভিযোগ, সফরের জন্য ক্যাব বুকিংয়ের পর এক উবের চালক তাকে ফোনে আপত্তিকর মেসেজ পাঠায়। বুকিংয়ের পর মেসেজে সেই চালক মহিলা যাত্রীকে লেখেন, উফ বাবু, তাড়াতাড়ি এসো। মন হচ্ছে আমার... হতাশাপ্রকাশ করে লিঙ্কেডিনে (LinkedIn) তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার এই পোস্ট করেন তানিয়া।
Linkedin-এ এক পোস্টে তানিয়া লেখেন,"আমি উবের বুক করার মিনিট পাঁচেক পর থেকেই বিরক্তিকর ও আপত্তিকর মেসেজ পেতে শুরু করি। তাই আমি অস্বস্তি বোধ করে সঙ্গে সঙ্গে আমার বুকিং বাতিল করে দিই। এরপর আমি সেই জিতেন্দ্র কুমার নামের সেই ব্যক্তির বিরুদ্ধে উবের ইন্ডিয়ার কাছে অভিযোগ জানাই।" কিন্তু উবেরের উত্তর দায়সারা বলে তানিয়া ক্ষোভ প্রকাশ করেন। নারী নিরাপত্তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। পরে সেই চালককে উবের ব্যান করে দেয় বলে খবরে প্রকাশ।
দেখুন খবরটি
She claimed to have received inappropriate texts from a cab driver#Trending https://t.co/ZWTuPM72IE
— IndiaToday (@IndiaToday) January 25, 2025
দেখুন কী মেসেজ পাঠায় সেই চালক
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)