দেবভূমি যেন বিপন্ন। যোশামঠ (Joshimath) যখন ডুবতে শুরু করেছে, তখন কর্ণপ্রয়াগ, তেহরি জেলার একাধিক বাড়িতেও ফাটল দেখা দিতে শুরু করেছে। যা নিয়ে গোটা উত্তরাখণ্ড (Uttarakhand)  নিয়ে কার্যত আতঙ্ক ছড়িয়েছে। উত্তরাখণ্ডের একাধিক জায়গার বাড়িতে যখন ফাটল ধরতে শুরু করেছে, সেই সময় নরসিংহ মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। তিনি বলেন, রাজ্যে যে জটিল অবস্থা তৈরি হয়েছ, তা যাতে শিগগিরই কেটে যায়, সে বিষয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন তিনি। শুধু তাই নয়, আর্থিক সাহায্যের মাধ্যমে যাতে দুর্গতদের পাশে দাঁড়ানো যায়, সর্বান্তকরণে সেই চেষ্টা করা হচ্ছে বেলও জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Uttarakhand: যোশীমঠ, কর্ণপ্রয়াগের পর চম্বা, ফের ফাটছে তেহরি জেলার ঘরবাড়ি

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)