কার্তিক পূর্ণিমায় ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা (Uttar Pradesh Train Accident)। উত্তরপ্রদেশের মির্জাপুরে (Mirzapur) ট্রেনের নীচে কাটা পড়ে মৃত্যুর হল পরপর বেশ কয়েক জনের। প্রাথমিক রিপোর্ট অনুয়ায়ী, মির্জাপুরে নেতাজি এক্সপ্রেসের আঘাতে ৪ থেকে ৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ছত্তিশগড়ে ট্রেন দুর্ঘটনায় যেখানে ১১ জনের মত্যুর খবর মেলে, সেই রেশ কাটতে না কাটটতেই ফের আরও একটি দুর্ঘটনা ঘটে গেল। যেখানে নেতাজি এক্সপ্রেসের ধাক্কায় পরপর ৪ থেকে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। আহত আরও ৩ জন। তাঁদের আশঙ্কাজজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা প্রত্যেকে তীর্থযাত্রী বলে জানা যায়।

কীভাবে ওই ধরনের দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে মৃতদের পরিবারের প্রতি সসমবেদনা জানান মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত কার্তিক পূর্ণিমায় পূণ্যস্নান করতে উত্তরপ্রদেশের হাজির হন বহু পূূণ্যার্থী। ওই সময়ই হঠাৎ করে ওই ধরনের দুর্ঘটনা ঘটে যায়। রেললাইন পার করতে গিয়ে নেতাজি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় বহু মানুষের।

আরও পড়ুন: Passengers Killed: মির্জাপুরে ট্রেনের ধাক্কায় ৩ যাত্রীর মৃত্যু

দেখুন সেই মর্মান্তিক ফুটেজ...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)