দেশের উত্তরপূর্ব প্রান্ত (North East) থেকে জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir) যাচ্ছেন ১২০০ বিএসএফ (BSF) জওয়ান। দেশের উত্তরপূর্ব থেকে কাশ্মীরে যাচ্ছেন তাঁরা অমরনাথ 9Amarnath Yatra 2025) যাত্রা উপলক্ষ্যে। অমরনাথ যাত্রার সময় যেভাবে কড়া নিরাপত্তার মোড়কে পূণ্যার্থীরা যাত্রা করেন, সে বিষয়ে নিরাপত্তা দিতেই ১২০০ জওয়ানকে উত্তরপূর্বের একাধিক রাজ্য থেকে কাশ্মীরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করে কেন্দ্র। যে ট্রেনে (Train) ওই ১২০০ জওয়ানকে তোলা হয়, তার পরিস্থিতি দেখলে আঁঁতকে উঠবেন। বিএসএফ জওয়ানরা ট্রেনের যে কামরায় ওঠেন, সেখানকার সিট ছেঁড়া। সেই সঙ্গে কামরা লাগানো দরজা কোথাও ঝুলছে, আবার কোথাও ছাদে রয়েছে মস্ত ফুটো বা ম্যানহোল। বিএসএফ জওয়ানরা যখন অমরনাথ যাত্রীদের প্রাণ বাঁচাতে কাশ্মীরের উদ্দেশে রওনা দেন, সেই সময় তাঁদের জন্য যে ট্রেনের কামরা বরাদ্দ করা হয়, তার ছবি দেখে আঁতকে উঠতে শুরু করেছে গোটা দেশ।
দেখুন বিএসএফ জওয়ানরা ট্রেনের যে কোচে চেপে কাশ্মীরের উদ্দেশে রওনা দেন...
This is the train which was sent for at least 1200 BSF personnel to move them from North East to J&K for their deployment in Amarnath Yatra. The dilapidated train was in absolute shambles. "Manholes" on the roof, dumpyard on the seats, floor. This is how the Indian railways and… pic.twitter.com/cjrXgspv1x
— Piyush Rai (@Benarasiyaa) June 11, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)