
Maharashtra Train Mishap: মুম্বই শহরতলীর লোকাল ট্রেনে মাত্রাতিরিক্ত ভিড়ের চাপে ভয়াবহ দুর্ঘটনা। সোমবার মুম্বই শহর থেকে ঘণ্ঠাখানেক দূরের থানে-র কাছে ডিবা ও মুম্ব্রা স্টেশন সংলগ্ন এলাকার উপর দুটি অত্যধিক ভিড়ের চাপ থাকা লোকাল ট্রেন থেকে ছিটকে পড়ে মারা গেলেন এক রেল পুলিশ কর্মী ৫ জন। দুর্ঘটনায় গুরুতর জখম অন্তত ৬ জন। লোকলা ট্রেনে এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের পরিবারবর্গকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার কথা ঘোষণা করলেন মহারাষ্ট্রের মন্ত্রী গিরিজ মহাজন।
পাশাপাশি আহতদের চিকিতসার সব খরচ ও আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন দেবেন্দ্র ফদনবিশ সরকারের এই মন্ত্রী।
দেখুন ভিডিও
Tragic #trainaccident at #Mumbra in #Maharashtra. 5 feared dead, many injured as passengers fell from overcrowded moving train. The train was moving towards #CSTMumbai, as the accident happened during peak rush hour. pic.twitter.com/3l6ukGdoIA
— News The Truth (@NewsTheTruthh) June 9, 2025
থানের লোকাল ট্রেনে এত বড় দুর্ঘটনার পর নড়েচড়ে বসল রেলমন্ত্রক। মুম্বইয়ের লোকাল ট্রেনে বসানো হচ্ছে স্বয়ংক্রিয় দরজা। স্বয়ংক্রিয় বা অটোমেটিক দরজা থাকলে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী ট্রেনে উঠতে পারবেন না। নির্দিষ্ট সংখ্যক যাত্রী ট্রেনে উঠলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ট্রেনের দরজা। ফলে ঝুলে ঝুলে ট্রেনে যাত্রা করার কোনরকম ঝুঁকি রইল না। ভবিষ্যতে এই ধরণের দুর্ঘটনার সম্ভাবনা কমাতে এই প্রচেষ্টা নিচ্ছে রেল।