দ্য কেরালা স্টোরি (The Kerala Story) তামিলনাড়ুতে (Tamil Nadu) নিষিদ্ধ করা হয়নি। দ্য কেরালা স্টোরি মুক্তি পাওয়ার পর তামিলনাড়ুর বেশ কিছু সিনেমা হলে তা চালানো হয় কিন্তু সুদীপ্ত সেনের ওই ছবি ভাল ব্যবসা করতে পারেনি। তামিলনাড়ুতে দ্য কেরালা স্টোরি ভাল ব্যবসা করতে পারেনি বলেই, সেখানকার হল মালিকরা এই সিনেমা না চালানোর সিদ্ধান্ত নেন। তামিলনাড়ু সরকারের তরফে দ্য কেরালা স্টোরি কোনওভাবে নিষিদ্ধ করা হয়নি বলে সুপ্রিম কোর্টকে জানায় ডিএমকে (DMK) সরকার। সম্প্রতি তামিলনাড়ুর হল মালিক অ্যাসোসিয়েশনের তরফে দ্য কেরালা স্টোরি নিয়ে বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে জানান, দ্য কেরালা স্টোর দক্ষিণের এই রাজ্যে ভাল ব্যবসা করতে পারেনি মুক্তির পর। সেই কারণে রাজ্যের আইন শৃৃঙ্খলার কথা মাথায় রেখে এই সিনেমা কোনও সিনেমা হলে চালানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
[BREAKING] Theatres in Tamil Nadu not screening The Kerala Story due to poor performance/response, no ban on film: DMK government tells Supreme Court#SupremeCourtOfIndia #TheKeralaStory
Read more here: https://t.co/bRwowKjDR6 pic.twitter.com/WZ7hcMu0jD
— Bar & Bench (@barandbench) May 16, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)