উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রাস্তায় হেনস্থা করা হল এক তরুণীকে। প্রকাশ্য রাস্তায় ওই তরুণী প্রথমে অর্থের প্রলোভন দেখানো হয়, তারপর বন্দুক বের করে চলে হেনস্থা। উত্তরপ্রদেশের আগ্রা থেকে এমনই একটি ভিডিয়ো সামনে এসেছে। যে ভিডিয়োতে এক মহিলাকে  হেনস্থা করা হয়।

আগ্রা থেকে যে ভিডিয়োটি (Video) উঠে আসে সেখানে দেখা যায়, একটি রেস্তোরাঁর বাইরে ঘটে গেল চমকে যাওয়া ঘটনা। যেখানে রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে থাকা ওই তরুণীকে ৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে, তাঁকে গাড়িতে উঠতে বলে ২ ব্যক্তি। যা শুনে ততক্ষণাৎ নস্যাৎ করে দেয় ওই তরুণী। দুই অপরিচিত ব্যক্তির সঙ্গে গাড়িতে উঠবেন না বলে জানালে, ওই তরুণীকে বন্দুক নিয়ে ভয় দেখানো হয়। তবে ওই তরুণী ভয় না পেয়ে গোটা ঘটনার ভিডিয়ো রেকর্ড করে রাখেন এবং পুলিশকে খবর দেন।

অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করে। যার নাম শ্যামবীর সিং। গ্রেফতারির পর জানা যায়, অভিযুক্ত শ্যামবীর সিং মথুরার একটি স্কুলের শিক্ষক। ফলে শিক্ষক হয়ে তিনি কীভাবে ওই কাজ করতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

দেখুন সেই ভিডিয়ো যখন এক তরুণীকে রেস্তোরাঁর বাইরে চরম হেনস্থা করা হয়...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)