আজ থেকে দ্বিতীয় দফায় দিল্লি অভিযান শুরু করতে চলেছে কৃষকরা। এই অভিযান আটকাতে মঙ্গলবার থেকেই রাজধানীর সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে আধা সেনা। টিকরি বর্ডারে নিরাপত্তা আটোসাঁটো করা হয়েছে। রয়েছে জলকামান থেকে শুরু করে কাঁদানে গ্যাসের সেল। ফসলের নূন্যতম সহায়ক মূল্য নিয়ে কেন্দ্রের সঙ্গে কৃষক সংগঠনের দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। গত সপ্তাহেও কেন্দ্রের তিন মন্ত্রীর সঙ্গে কৃষকদের বৈঠক হয়। সেখানে সরকারের পক্ষ থেকে তিনটি প্রস্তাব রাখা হয়, সেই নিয়ে কৃষক সংগঠনগুলি আলাদা করে বৈঠকও করে। তবে মঙ্গলবার সংগঠনগুলির পক্ষ থেকে প্রস্তাব খারিজ করে দেওয়া হয়, সেই সঙ্গে এও ঘোষণা করা হয় যে বুধবার খেকে ফের তাঁরা ‘দিল্লি চলো’ আন্দোলনে নামবে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)