অবশেষে জানা গেল কবে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। সংসদের তরফে জানানো হয়েছে ২১ জুলাই থেকে শুরু হতে চলেছে রাজ্যসভার ২৬৮তম অধিবেশন। আজ (৪ জুলাই, শুক্রবার) প্রকাশিত সংসদীয় বুলেটিনে বলা হয়েছে ২১ জুলাই শুরু হয়ে রাজ্যসভার অধিবেশন ২১ আগস্ট পর্যন্ত চলবে।সংসদীয় বুলেটিনের তথ্য অনুসারে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান- রাষ্ট্রপতি ২১ জুলাই দিল্লিতে রাজ্যসভার অধিবেশন আহ্বান করেছেন।
এবারের অধিবেশন বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ, অপারেশন সিঁদুরের পর এটাই প্রথম সংসদের অধিবেশন। আগে ১২ অগস্টের মধ্যেই বাদল অধিবেশন শেষ হয়ে যেত। তবে এবার অধিবেশনের মেয়াদ বাড়ানো হয়েছে। অধিবেশনটি চলবে ২১ অগস্ট পর্যন্ত। তবে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ১৩ ও ১৪ অগস্ট কোনও অধিবেশন হবে না। উল্লেখ্য, এর আগে চলতি বছরের জানুয়ারিতে সংসদের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
The #MonsoonSession2025 will commence from 21-07-25 to 21-08-25.#LokSabha #RajyaSabha #ParliamanentSession pic.twitter.com/7t2FfPr4qd
— संसदीय कार्य मंत्रालय M/O Parliamentary Affairs (@mpa_india) July 4, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)