দিল্লিতে নেহরু মেমোরিয়াল মিউজিয়াম ও লাইব্রেরির নতুন নামকরণ হয়েছে 'প্রাইম মিনিস্টারস মিউজিয়াম অ্যান্ড সোসাইটি'। ইতিমধ্যে স্বাধীনতা দিবসের প্রাক্কালে উদ্বোধন হয়ে গেছে সেই  মিউজিয়ামের। এবার সেই মিউজিয়ামের নামকরণের বিতর্ক সরিয়ে সেই নামে শিলমোহর দিলেন রাষ্ট্রপতি। যার সাপেক্ষে  গেজেট নোটিফিকেশন ও প্রকাশ করা হয়েছে। দেখুন সেই নোটিফিকেশন-

গত ১৫ জুন (বৃহস্পতিবার) নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটির বৈঠকে জাদুঘর থেকে নেহরুর নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০১৯ সালে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ ও করণ সিংকে সদস্য হিসাবে সরিয়ে সোস্যাইটি পুনর্গঠন করা হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সোসাইটির চেয়ারপার্সন ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে এর ভাইস প্রেসিডেন্ট করা হয়। এরপরই নাম পরিবর্তনের এবং নতুন রূপে সাজানো জাদুঘরে দেশের সব প্রধানমন্ত্রীর অবদান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)