রবিবার নরেন্দ্র মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে নিজেদের দেশে বিশ্বকাপের ট্রফি নিয়ে গেছে অস্ট্রেলিয়া। ফাইনালের খেলা শেষ হতেই গোটা দেশের সঙ্গে ভেঙে পড়েন ভারতীয় খেলোয়াড়রা। মাঠেই কাঁদতে দেখা যায় সিরাজ-রোহিত-রাহুলদের।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হতাশই হতে হয়েছে রবিবার রাতে। ভিভিআইপি বক্সে বসে দেখতে হল, তাঁর শহর থেকে ট্রফি নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। তবে নিজের হতাশা ভুলে এরপরই গোটা টিমের মনোবল বাড়াতে রবিবার রাতেই ভারতীয় ড্রেসিংরুমে পৌঁছে যান প্রধানমন্ত্রী। সেখানে ভারতীয় ক্রিকেটারদের সান্ত্বনা দেন তিনি। সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয়, যখন মহম্মদ শামিকে বুকে টেনে নেন মোদি। ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন ডানহাতি পেসার। ফাইনালে ব্যর্থতার পর শামিকে মানসিকভাবে চাঙ্গা করেন প্রধানমন্ত্রী।সোমবার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন খোদ শামি। লেখেন, 'গতকাল দিনটি আমাদের ছিল না। আমাকে এবং দলকে যাঁরা সমর্থন করে গিয়েছেন, তাঁদের ধন্যবাদ। ড্রেসিংরুমে এসে আমাদের উদ্বুদ্ধ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমরা ঘুরে দাঁড়াবই।'
শুধু শামি নন প্রতিটা খেলোয়াড়ের সঙ্গে কথা বলে তাঁদের ঘুরে দাড়ানোর কথা বলেন প্রধানমন্ত্রী। আজ সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়। দেখুন সেই ভিডিও-
#WATCH | Prime Minister Narendra Modi met Team India in their dressing room after the ICC World Cup Finals at Narendra Modi Stadium in Ahmedabad, Gujarat on 19th November.
The PM spoke to the players and encouraged them for their performance throughout the tournament.
(Video:… pic.twitter.com/ZqYIakoIIj
— ANI (@ANI) November 21, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)