কংগ্রেসের (Congress) প্রতিবাদ মিছিলকে হটাতে গিয়ে হুলুস্থুল বাঁধল পাটনাতে। বুধবার দুপুরে বোরিং ক্যানেল রোডের পঞ্চমুখী মন্দিরের সামনে থেকে মিছিল বের করে যুব কংগ্রেস নেতৃত্ব। সঙ্গে ছিল অসংখ্য নেতা কর্মী। গন্তব্য ছিল বিহারের বিধানসভা। কিন্তু মাঝপথেই তাঁদের ব্যারিকেড দিয়ে আঠকায় পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হয় এই মিছিলের জন্য আন্দোলনকারীরা আগে থেকে অনুমতি নেয়নি। তাই তাঁদের মিছিল বন্ধ করতে বলে। এরপরেই দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ব্যারিকেড সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে কংগ্রেসের কর্মীরা। অন্যদিকে পুলিশও লাঠিচার্জ করতে শুরু করে। আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়। কংগ্রেসের কর্মীরা কার্যত ইঠবৃষ্টি শুরু করে, লাঠি দিয়ে উল্টে পুলিশদের মারধর করে। আর তাতেই গুরুতর জখম হন এক পুলিশকর্মী। পাশাপাশি বেশকিছু কংগ্রেস কর্মীও আহত হয়েছে বলে খবর।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)