আমাদের লড়াই শুরু সন্ত্রাসবাদীদের (Terrorist) বিরুদ্ধেই। কিন্তু পাকিস্তান (Pakistan) তা মনে করেনি। তাইতো জঙ্গিদের বিরুদ্ধে সেই লড়াইকে নিজেদের লড়াই বলে মনে করে নেয় পাক সেনা। তাই পাকিস্তানের যে ক্ষতি হয়েছে, তার জন্য তারা নিজেরাই দায়ি। ৭ মে অপারেশন সিদূঁরে (Operation Sindoor) শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিকেই নিশানা করে ভারত (India)। পাকিস্তানি নাগরিক বা সে দেশের সেনার বিরুদ্ধে ভারতের কোনও পদক্ষেপ ছিল না। কিন্তু ভারতের এই লড়াইতে পাকিস্তান জঙ্গিদের পক্ষ নিয়েই লড়ে যায় বলে মন্তব্য করেন এয়ার মার্শাল এ কে ভারতী (Air Marshal AK Bharti)। পাকিস্তানি সেনা বাহিনী যখন জঙ্গিদের হয়ে লড়াই করতে মাঠে নামে, সেই সময় ভারত বাধ্য হয়ে তার জবাব দেয় বলে জানান এ কে ভারতী। নূর খান এয়ারসেবে কীভাবে হামলা চালানো হয়, সেই ছবিও আজকের সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয় ডিজিএমওদের (DGMO) তরফে।
দেখুন পাকিস্তানি মীরাজ কীভাবে ভেঙে পড়ে, েসই ছবিও দেখান এয়ার মার্শাল এ কে ভারতী...
#WATCH | Delhi: While DGMOs briefing, Indian military shows the debris of Pakistani Mirage pic.twitter.com/VQXL5bG8pZ
— ANI (@ANI) May 12, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)