PM Holds High Level Meeting (Photo Credit: ANI/X)

দিল্লি, ১২ মে: সোমবার ফের নতুন করে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রধানমন্ত্রীর বাসভবনে বসে ওই বৈঠক। যেখানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  অজিত দোভাল (NSA Ajit Doval)হাজির হন। চিফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানও হাজির হন প্রধানমন্ত্রীর সঙ্গে ওই উচ্চ পর্যায়ের বৈঠকে। সেই সঙ্গে চিফ এয়ার মার্শাল এপি সিং, আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নেভি চিফ অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি এবং বিদেশ সচিব বিক্রম মিস্রিও হাজির হন আজকের বৈঠকে।

১১ মে প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী স্পষ্ট নির্দেশ দেন তিন বাহিনীর প্রধানকে। পাকিস্তান যদি সীমান্ত সন্ত্রাস অব্যাহত রাখে অর্থাৎ সীমান্তে গুলি চালায় তাহলে ভারতকেও তার উপযুক্ত জবাব দিতে হবে। 'উহা সে গোলি চলেগি তো ইহা সে গোলা চলেগা।' অর্থাৎ পাকিস্তান যদি কোনওভাবে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে, তাহলে ভারতের তরফে কোনওভাবে তাদের ছাড়া হবে না বলে স্পষ্টি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ১১ মে-র পর ১২ মে সকালেও বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক...

 

২২ মে পহেলগাম হামলার পর শুরু হয় ভারতীয় সেনা অপারেশন সিদূঁর। যেখানে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি যেমন ধ্বংস করে দেওয়া হয় তেমনি পাক বায়ুসেনার এয়ারবেসেও চলে হামলা। পাকিস্তানে ঢুকে তাদের এয়ার ডেফেন্স সিস্টেমকে ধরাশায়ী করে দিয়ে ভারতীয় বায়ুসেনা যেভাবে স্কর, জইশ, হিজবুল মুজাহিদিনদের ঘাঁটি সব উড়িয়ে দিয়েছে, তা অবিশ্বাস্য। ফলে পাকিস্তান যদি হামলা চালায়, তাহলে ভারতের তরফেও স্পষ্ট জবাব দেওয়া হবে বলে প্রকাশ করা হয়।