১৮৮৯ সালে ১৪ নভেম্বর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন জওহরলাল নেহরু। ১৯৪৭ সালের ১৫ অগস্ট দেশ স্বাধীন হওয়ার পর তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী হন। তাঁর জন্মদিনটি দেশে শিশু দিবস হিসেবে পালিত হয়। শিশুদের প্রতি তাঁর ভালোবাসা ও স্নেহের কারণে তাঁকে চাচা নেহরু বলে সম্বোধন করা হয়। নেহেরুর জন্মদিনে তাঁর সমাধিস্থল দিল্লির শান্তিবনে শ্রদ্ধা জানান নব নির্বাচিত জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন-

পন্ডিত নেহেরু - আধুনিক ভারতের নির্মাতা।তাঁর অসামান্য অবদান ছাড়া ২১ শতকের ভারত কল্পনা করা যায় না। তিনি ছিলেন গণতন্ত্রের একজন চ্যাম্পিয়ন, চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তার প্রগতিশীল চিন্তা ভারতের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়েছিল।একজন প্রকৃত দেশপ্রেমিককে আমার বিনম্র শ্রদ্ধা।

 ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকেও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানাতে দেখা যায় শান্তি বনে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)