নয়াদিল্লি: ন্যায়ের মূর্তি হিসেবে ভারতে এতদিন চোখে পট্টি বাঁধা লেডি জাস্টিসের (Lady Justice) যে মূর্তি দেখা যেত তা এবার বদলে গেল। সুপ্রিম কোর্টের (Supreme Court) নতুন লেডি জাস্টিসের মূর্তির চোখে পট্টি খুলে দেওয়া হয়েছে, তরোয়ালের বদলে হাতে সংবিধান। আগের মূর্তিতে লেডি জাস্টিসের এক হাতে দাঁড়িপাল্লা আর অন্য হাতে তরোয়াল ছিল। তবে ন্যায়মূর্তির ডান হাতে আগে যেমন দাঁড়িপাল্লা ছিল, তা নতুন মূর্তিতেও রয়েছে। এর বদল ঘটেনি। ন্যায়মূর্তির হাতে দাঁড়িপাল্লা রাখা হয় যুক্তির তুল্যমূল্য বিচার বোঝাতে।
সূত্রে খবর, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (Chief Justice DY Chandrachud) নির্দেশেই সুপ্রিম কোর্টে লেডি জাস্টিসের মূর্তি বদলে দেওয়া হয়েছে । চোখের বাঁধন খোলার পাশাপাশি মূর্তিতে সংবিধান রাখার ভাবনাও তাঁরই। দেখুন-
Chief Justice of India DY Chandrachud has unveiled a new statue of Lady Justice, removing her blindfold and replacing the sword with the Constitution. This transformative symbol reflects a commitment to constitutional values and equality before the law. #Justice #CJIChandrachud pic.twitter.com/3orY71U2cy
— DD News (@DDNewslive) October 17, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)