নয়াদিল্লিঃ ২১ দিনের বিশেষ অভিযানে বিরাট সাফল্য ভারতীয় সেনার (Indian Army)। কারেগুট্টা (Karegutta)পাহাড়ে নিকেশ ৩১ মাওবাদী। এই অভিযানে আহত হয়েছেন নিরাপত্তাবাহিনীর বেশকিছু জওয়ান। দিল্লির এইমসে (Delhi AIIMs) চিকিৎসাধীন তাঁরা। এবার আহত জওয়ানদের দেখতে এইমসে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন হাসপাতালে গিয়ে আহতদের জওয়ানদের সঙ্গে কথা বলে শারীরিক অবস্থায় খোঁজখবর নেন শাহ। উল্লেখ্য, বুধবার কারেগুট্টায় এই সাফল্যের পর নিরাপত্তা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ। এই অভিযানকে ‘ঐতিহাসিক অর্জন’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, " যে পাহাড় একসময় লাল সন্ত্রাসের দখলে ছিল, সেখানে আজ তিরঙ্গা উড়ছে।" প্রসঙ্গত, তিন সপ্তাহব্যপী এই অভিযানে অংশ নেন ছত্তিশগড় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, সিআরপিএম ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের প্রায় ২ হাজারের বেশি জওয়ান।

 কারেগুট্টা অভিযানে আহত জওয়ানদের দেখতে হাসপাতালে ছুটলেন অমিত শাহ

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)