হরিয়ানায় চণ্ডিগড়ে (Chandigarh) বোমা হামলা। জানা যাচ্ছে, গত বৃহস্পতিবার রাতেই এই হামলা হয়। এরপর ঘটনাস্থল থেকে আততায়ীরা পালিয়ে যায়। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে অভিযুক্তদের পাকড়াও করতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। এরমধ্যে হিসারে তাঁদের খোঁজ মেলে। সেই সূত্রের শুক্রবার এনকাউন্টার অভিযান চালায় পুলিশ। আর তাতেই গুরুতর জখম হয় অজিত ও ২১ বছরের বিনয় নামে দুই যুবক। এই অভিযান হিসার এসটিএফ ও চণ্ডিগড় পুলিশ যৌথ উদ্যোগে করে। পুলিশসূত্রে খবর, আহত অভিযুক্তরা স্থানীয় হাসপাতালে ভর্তি। তাঁদের অবস্থা স্থীতিশীল। তবে পুলিশি হামলার জবাব দেয় দুই অভিযুক্ত। জানা যাচ্ছে পাল্টা হামলা দুই পুলিশকর্মীর বুকে গুলি লাগে। কিন্ত বুলেটপ্রুফ জ্যাকেট থাকার কারণে তাঁরা সেভাবে আহত হয়নি।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)