টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি গুজরাটের বিভিন্ন এলাকায়। আমেদাবাদ, সুরাট, জামনগর. দ্বারকা, সৌরাষ্ট্র সহ একাধিক এলাকায় জলস্তর অনেকটাই বেড়েছে। নীচু এলাকাগুলিতে দ্রুত জল ঢুকে যাওয়ার কারণে একাধিক মানুষ ঘরছাড়া হয়ে গিয়েছেন। বন্যা পরিস্থিতি হওয়ার কারণে ইতিমধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে এনডিআরএফের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছে। জানা যাচ্ছে দেবভূমি দ্বারকা (Devbhumi Dwarka) থেকেই বিগত ২ দিনে কমপক্ষে ৯৫ জনকে উদ্ধার করেছে তাঁরা। এনডিআরএফের এক সদস্য জানিয়েছেন,"সকালের পাশাপাশি রাতেও মানুষজনদের উদ্ধার করা হচ্ছে। এখনও অপারেশন চালু রয়েছে। রাতের দিকে অসুবিধা বেশি হচ্ছে। রবার বোট থাকার কারণে বিপদজ্জনক জায়গায় বেশি যাওয়া যাচ্ছে না। কিন্তু তারপরেও টিমের সদস্যরা উদ্ধারকাজ জারি রেখেছে"।
#WATCH | Inspector Manjit, NDRF says, " In the last 2 days, there has been heavy rainfall in Dwarka...water has entered into the houses of people...our team rescued 95 people so far..." https://t.co/2tBMTtGoNz pic.twitter.com/wIPl9GXOVq
— ANI (@ANI) August 28, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)