টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি গুজরাটের বিভিন্ন এলাকায়। আমেদাবাদ, সুরাট, জামনগর. দ্বারকা, সৌরাষ্ট্র সহ একাধিক এলাকায় জলস্তর অনেকটাই বেড়েছে। নীচু এলাকাগুলিতে দ্রুত জল ঢুকে যাওয়ার কারণে একাধিক মানুষ ঘরছাড়া হয়ে গিয়েছেন। বন্যা পরিস্থিতি হওয়ার কারণে ইতিমধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে এনডিআরএফের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছে। জানা যাচ্ছে দেবভূমি দ্বারকা (Devbhumi Dwarka) থেকেই বিগত ২ দিনে কমপক্ষে ৯৫ জনকে উদ্ধার করেছে তাঁরা। এনডিআরএফের এক সদস্য জানিয়েছেন,"সকালের পাশাপাশি রাতেও মানুষজনদের উদ্ধার করা হচ্ছে। এখনও অপারেশন চালু রয়েছে। রাতের দিকে অসুবিধা বেশি হচ্ছে। রবার বোট থাকার কারণে বিপদজ্জনক জায়গায় বেশি যাওয়া যাচ্ছে না। কিন্তু তারপরেও টিমের সদস্যরা উদ্ধারকাজ জারি রেখেছে"।
#WATCH | Inspector Manjit, NDRF says, " In the last 2 days, there has been heavy rainfall in Dwarka...water has entered into the houses of people...our team rescued 95 people so far..." https://t.co/2tBMTtGoNz pic.twitter.com/wIPl9GXOVq
— ANI (@ANI) August 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)