সেলফি বা নিজস্বী তোলার (Selfie Craze Takes Life) নেশা কতটা মারাত্মক হতে পারে, তা ফের প্রকাশ্যে এল। এবার নিজস্বী তুলতে গিয়ে  জলে তলিয়ে গেল এক কিশোরী। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগ্রায় (Agra) বছর ১৫-র এক কিশোরী নিজস্বী তুলতে গিয়ে হারাল জীবন।

আগ্রায় যমুনা নদীর উপর যে সেতু রয়েছে, সেখানে চড়ে বসে এক কিশোরী। যমুনা নদীর উপর তৈরি সেতুতে উঠে, নিজস্বী তোলার চেষ্টা করে ওই পড়ুয়া। নিজস্বী তোলার আশায়, হিতাহিত শূণ্য হয়ে ওই কিশোরী পড়ে যায় যমুনা (Yamuna River) নদীতে। অন্যদের চোখের সামনে বছর ১৫-র ওই কিশোরী পা পিছলে যমুনায় পড়ে যায়।

সঙ্গে সঙ্গে স্থানীয়রা বিপর্যয় মোকাবিলাকারী দল এবং পুলিশকে ডেকে নিয়ে যায়। তবে যমুনার স্রোত ওই সময় বেশি থাকায়, কোনওভাবে জীবিত বা মৃত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করা যায়নি। ফলে জলের ঘূর্ণিতে ক্রমশ পাক খেতে খেতে তলিয়ে যেতে শুরু করে ওই কিশোরী। বিপর্যয় মোকাবিলাকারী দল গিয়ে কোনওভাবেই ওই কিশোরীকে জল থেকে উদ্ধার করতে পারেনি।

আরও পড়ুন: Viral Video: রিল ভিডিয়োর 'পাগলামি', ভল্লুককে কোল্ড ড্রিঙ্ক দিচ্ছেন এই যুবক, দেখুন ভিডিয়ো

দেখুন নিজস্বী তুলতে গিয়ে কীভাবে যমুনায় তলিয়ে গেল এক কিশোরী...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)