প্রয়াত মহারাষ্ট্রের (Maharastra) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার প্রাক্তন স্পিকার মনোহর যোশী (Manohar Joshi)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। শুক্রবার ভোর ৩টে নাগাদ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারসূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। ফলে বার্ধক্যজনিত কারণেই এই বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যু হয়। জানা যাচ্ছে, গত বুধবার হৃদযন্ত্রে ব্যাথা অনুভব করেন মনোহরবাবু। তখন তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের (Hinduja Hospital) আইসিইউতে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কিন্তু চিকিৎসায় সারা না দেওয়ায় তাঁকে চিকিৎসকদের পরামর্শে শিবাজি পার্কের বাড়িতে ফিরিয়ে আনা হয়। সেখানেই শুক্রবার তাঁর মৃত্যু ঘটে। প্রসঙ্গত, ১৯৮০ সালে শিবসেনার মাধ্যমে সক্রিয় রাজনীতিতে মনোহর যোশী দেন। এরপর ১৯৯৫ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বাজপেয়ীর জমানায় ২০০২-০৪ সাল পর্যন্ত লোকসভার অধ্যক্ষ হন।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)