প্রেমিকার (Girlfriend) জন্য ১২১ লিটার গঙ্গা জল বয়ে নিয়ে যাচ্ছেন প্রেমিক। দিল্লি (Delhi) থেকে ১২১ লিটার গঙ্গা জল বয়ে নিয়ে তিনি যাবেন কানওয়ারে (Kanwar Yatra)। প্রেমিকা যাতে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তার জন্যই গঙ্গা জল নিয়ে কানওয়ার যাত্রা ওই যুবকের। শুনতে অবাক লাগলেও, এই ঘটনাও প্রায় অমর প্রেমের কাহিনীকে বর্ণনা করে। প্রেমিকার জন্য ১২১ লিটার গঙ্গা জল নিয়ে কানওয়ারের দিকে রওনা হওয়ার ঘটনা এই প্রথম নয়। প্রত্যেক বছরই ওই যুবক কাধে গঙ্গা জলের বাঁক নিয়ে কানওয়ার যাত্রা করেন। প্রেমিকা ইউপিএসসি (UPSC)  পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই তাঁরা বিয়ে করবেন। তাই জীবনের বিশেষ মানুষের জন্য প্রত্য়েকবার কাধে জলের বাঁক নিয়ে কানওয়ারের দিকে যাত্রা করেন ওই যুবক। গত বছরও দিল্লির ওই যুবক ১০১ লিটার গঙ্গা জল নিয়ে কানওয়ার যাত্রা করেন। প্রেমিকার জন্য তাঁর এই বলিদান, মনে রাখার মত বলেই মনে করছেন বহু মানুষ। জানা যায়, ওই যুবক নিজে মাধ্যমিক উত্তীর্ণ। তবে প্রেমিকার জন্য তাঁর যে এই সাধনা, তা মুগ্ধ করথে বহু মানুষকে।

আরও পড়ুন: Fight on Live TV: লাইভ টিভিতে কংগ্রেস ও বিআরএস নেতার হাতাহাতি, দেখুন ভাইরাল ভিডিও

দেখুন ১২ লিটার গঙ্গা জল নিয়ে কীভাবে কানওয়ার যাত্রা করছেন ওই যুবক...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)