Mallikarjun Kharge: ২০১৯ লোকসভা নির্বাচনে (2019 Lok Sabha Elections) সবাইকে অবাক করে কর্ণাটকের গুলবারগা (Gulbarga Lok Sabha) লোকসভা আসন থেকে হেরে যান কংগ্রেস প্রার্থী মল্লিকার্জুন খাড়গে। যে গুলবারগা বা কালবুরাগি (Kalaburagi) থেকে ২০ বছর ধরে একটানা জিতে এসেছে কংগ্রেস (Congress)। ভোটার তালিকায় কারচুপি থেকে ভোটচুরি নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দেগে শোরগোল ফেলে দিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতা-সাংসদ রাহুল গান্ধী। এরই মাঝে কংগ্রেসের অভিযোগ, ২০১৯ লোকসভায় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে-র অপ্রত্যাশিত হারের পিচিনে আসলে ভোটার তালিকায় কারচুপি, জাল ভোট আসল কারণ ছিল। কংগ্রেস এদিন এক তালিকা প্রকাশ করে দেখায় খাড়গের সেই অপ্র্যাশিত হারের কারণ ছিল ভোটার তালিকায় বড় ধরনের গরমিল।
প্রসঙ্গত, ২০১৯ লোকসভায় খাড়গে প্রায় ৯৬ হাজার ভোটে হেরেছিলেন বিজেপির উমেশ যাদবের কাছে। যেখানে ২০১৪ সালের লোকসভা ভোটে এই আসন থেকে খাড়গে প্রায় ৭৫ হাজার ভোটে জিতেছিলেন। ২০২৪ লোকসভা ভোটে গুলবার্গা লোকসভা বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস।
দেখুন খবরটি
All India Congress Committee president #MallikarjunKharge on Friday alleged that his defeat in the 2019 #LokSabha election from Kalaburagi constituency was the result of “electoral fraud”.https://t.co/HER8CfeKft
— The Hindu (@the_hindu) August 8, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)