অর্থ বিষয়ক কেন্দ্রীয় কেবিনেট কমিটি (The Cabinet Committee on Economic Affairs) আয়কর দপ্তরের প্যান-২ প্রকল্পে অনুমোদন দিয়েছে। এর জন্য খরচ হবে ১হাজার ৪৩৫ কোটি টাকা। গতকাল নতুন দিল্লীতে কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটির বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের আওতায় বর্তমান ব্যবস্থার সম্পূর্ণ আধুনিকীকরণ হবে এবং এর জন্য একটি স্বতন্ত্র পোর্টাল থাকবে। প্যান ২ এর সাইবার নিরাপত্তা আটোসাটো করা হয়েছে বলেও তিনি জানান।

তবে পার্মানেন্ট একাউন্ট নাম্বার একই থাকবে বলেও শ্রী বৈষ্ণব জানিয়েছেন।

 

প্যান ২ হল সরকারের একটি ই গভর্নেন্স প্রকল্প যেখানে, ব্যবসার ক্ষেত্রে করদাতাদের নথিভুক্তিকরণ এর কাজ সম্পূর্ণভাবে প্রযুক্তিগত ভাবে হবে। PAN অথবা TAN এর ক্ষেত্রে করদাতারা এবার থেকে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর পরিষেবা পাবেন। কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া র স্বপ্ন সাকার করতে প্যান ব্যবস্থাকে আরো আধুনিক করার লক্ষ্যে,সমস্ত সরকারি সংস্থার জন্য কমন আইডেন্টিফায়ার হিসেবে প্যান ২ প্রকল্প হাতে নেওয়া হয়।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)