এক নাগাড়ে হয়েই চলেছে বৃষ্টি। মুষলধারে বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত কর্ণাটকের (Heavy Rainfall in Karnataka) উপকূল এলাকা। ম্যাঙ্গালুরু-সহ গোটা দক্ষিণ কন্নড় জেলা জলে ভাসছে। দোকান বাজার, রাস্তাঘাট সমস্তটা জলের তলায়। জল ঢুকেছে ঘরবাড়িতে। রাস্তাঘাট জলমগ্ন হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। হাঁটুজল পার করে এক জায়গা থেকে অন্যত্র যেতে হচ্ছে। নদীর জল বিপদসীমা চাপিয়ে ভাসিয়ে দিয়েছে ম্যাঙ্গালুরু (Mangaluru) শহর। এদিকে বৃষ্টির বিরাম নেই। পরিস্থিতি এভাবে এগোতে থাকলে ম্যাঙ্গালুরুতে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের আবহাওয়া দফতর (IMD) সেই বন্যা পরিস্থিতির আশঙ্কা আরও বাড়িয়ে জানিয়েছে, উপকূলীয় কর্ণাটকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোথাও কোথাও আবার বাড়তে পারে বৃষ্টি। কর্ণাটকের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
ম্যাঙ্গালুরুতে বন্যা পরিস্থিতিঃ
#WATCH | Karnataka | Flood-like situation in Mangaluru as the city experiences heavy rainfall. pic.twitter.com/an8oWtLFGY
— ANI (@ANI) June 16, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)