CRPF: ভারতের ইতিহাসে প্রথম, CRPF-এর আইজি হলেন দুই মহিলা আধিকারিক
ভারতের ইতিহাসে প্রথম ঘটল এই ঘটনা। কেন্দ্রীয় রির্জাভ পুলিশ বল বা সিআরপিএফের ইন্সপেক্টর জেনারেল পদে বসলেন দুজন মহিলা আধিকারিক।
নয়াদিল্লি: ভারতের ইতিহাসে (Indian history) প্রথম (first time) ঘটল এই ঘটনা। কেন্দ্রীয় রির্জাভ পুলিশ বল বা সিআরপিএফের (Central Reserve Police Force) ইন্সপেক্টর জেনারেল (Inspector General) পদে বসলেন দুজন মহিলা আধিকারিক (women officers)।
বুধবার সিআরপিএফের তরফে জানানো হয়, এই প্রথম দুই মহিলা আধিকারিকের পদোন্নতি হল ইন্সপেক্টর জেনারেল পদে। আইজি সীমা ধুন্ধিয়া (IG Seema Dhundiya) সিআরপিএফের বিহার সেক্টরের (Bihar Sector) প্রধান (head) হচ্ছেন। আর আইজি অ্যানি আব্রাহম (IG Annie Abhram) হচ্ছেন আরএএফ (Rapid Action Force)-এর প্রধান (head)।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)