Cyclone Montha Landfall: অন্ধ্র প্রদেশের স্থলপথে প্রবেশ করে উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় 'মন্থা'। অন্ধ্রের মাচিলিপটনমের চিলাকালাপুড়ি গ্রামে দেখা গেল ঘূর্ণিঝড় 'মন্থা'-র তাণ্ডব। মন্থার প্রভাবে অন্ধ্র উপকূলের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও প্রবল ঝড় বইছে। প্রচণ্ড গতিতে ঝড়ের সঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। স্থানীয় সংবাদমাধ্যমে দেখানে হচ্ছে, অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায়, তেমনি মুষলধারে বৃষ্টিও শুরু হয়েছে। প্রাথমিক রিপোর্টে জানা গেছে, বহু ঘরবাড়ি, রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কারণে বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। বিপন্ন এলাকাগুলির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশে ৪০০টি আশ্রয় শিবিরে উপকূল থেকে স্থানীয়দের সরিয়ে রাখা হচ্ছে।

ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে অন্ধ্রের ভৈরবকোণা জলপ্রপাত আচমকাই জেগে উঠল

দেখুন তাণ্ডব শুরু 'মন্থা'র

অন্ধ্রের গ্রামে খেলা শুরু ঘূর্ণিঝড় মন্থার

ঘূর্ণিঝড় মন্থা-র প্রভাবে আজ বাংলার উপকূলের দুই জেলায় ভারী বৃষ্টি হবে। কাল-পরশু দক্ষিণ বঙ্গের সব কটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় আজ দুপুরের পর থেকে ঘন কালো মেঘলা আকাশ দেখা যায়। কোথাও কোথাও বৃষ্টিও হয়। শুক্রবার পর্যন্ত কলকাতায় প্রতিদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার মধ্যে বুধবার ও বৃহস্পতিবার বেশি বৃষ্টি। শুক্রবারের পর থেকে মহানগরে বৃষ্টি কমবে। তবেকলকাতায় খুব বেশি বা ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না। বৃহস্পতিবার দুই বর্ধমান, পুরুলিয়া ও বীরভূমে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। শুক্রবার নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার থেকে ধাপে ধাপে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)