গত লোকসভার মত আর এবার আর অখিলেশ যাদবের সঙ্গে জোট গড়েননি বিএসপি প্রধান মায়াবতী। ইন্ডিয়া জোটে না গিয়ে মায়াবতী যে বিজেপিকে সুবিধা করে দিয়েছেন তা সবাই মানছেন। এবার বিএসপি-কে খুব বেশী প্রচারও করতে দেখা যাচ্ছে না। বিজেপি-র প্রধান দল হিসেবে ইউপি-তে কার্যত একাই জমি ধরে রাখছে অখিলেশের সমাজবাদী পার্টি। এরই মধ্যে নির্বাচনী প্রচারে বেরিয়ে মুজাফরনগরে দাঁড়িয়ে মায়াবতী ঘোষণা করলেন, কেন্দ্র তাঁর দলের সরকার প্রতিষ্ঠা হলে, পশ্চিম উত্তর প্রদেশ-কে নিয়ে আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করা হবে।
মিরাট, মথুরা, মোরাবাদ, হাথরাস, নয়ডা (গৌতম বুদ্ধ নগর), মুজাফরগনগর, ফিরোজাবাদ, আগ্রা, আলিগড় সহ বেশ কিছু জেলা পশ্চিম ইউপি-র অন্তর্গত। ইউপি-র মুখ্যমন্ত্রী থাকাকালীনও মায়াবতী জানিয়ে ছিলেন, ইউপি-কে ভেঙে তিনি তিনটি রাজ্য করতে চান। পৃথক বুন্দেলাখণ্ডের দাবিও মায়াবতী গত কয়েক বছরে বারবার করেছেন।
দেখুন ভিডিয়ো
#WATCH | Muzaffarnagar, UP: BSP chief Mayawati says, "We will declare Western Uttar Pradesh as a separate state when our government will be formed in the centre, for the development of people of this region." pic.twitter.com/fvGuoXIPcS
— ANI (@ANI) April 14, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)