প্রকাশ্যে রাস্তায় মহিলাকে অশ্লীল ইঙ্গিত (Obscene Sign) করে সেখান থেকে চম্পট দিল ব্যক্তি। সিগন্যালে দাঁড়িয়ে একটি গাড়ির মহিলা চালককে অশ্লীল ইঙ্গিত করে সেখান থেকে চম্পট দেন এক ব্যক্তি। রিপোর্টে প্রকাশ যে মহিলাকে অশ্লীল ইঙ্গিত করা হয়, তাঁর নাম অক্ষতা। অক্ষতা গাড়ি চালানোর সময় সিগন্যালে দাঁড়ালে হর্ষ নামে এক ব্যক্তি সেখান থেকে গাড়ি নিয়ে যেতে শুরু করেন। অক্ষতাকে দেখে হর্ষ অশ্লীল ইঙ্গিত করেন। পরিবারকে নিয়ে গাড়ি চালানোর সময়ই অক্ষতাকে দেখে হর্ষ অশ্লীল ইঙ্গিত করেন। এরপর ইউটার্ন নিয়ে বেঙ্গালুরুর (Bengaluru) গোপালন মলের কাছ থেকে হর্ষ চলে যান। যে ঘটনার পর অক্ষতা পুলিশের (Police) দ্বারস্থ হন এবং অভিযোগ দায়ের করেন। পুলিশ গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের খোঁক করে অবশেষে হর্ষ নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে। যে ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর চর্চা শুররু হয়ে যায়। পাশপাশি বেঙ্গালুরুতে মহিলা গাড়ি চালকদের অসুবিধা যে ক্রমশ বাড়েছ, তা তিনি স্পষ্ট করেন।
দেখুন সেই ভিডিয়ো যেখানে এক মহিলাকে দেখে অশ্লীল ইঙ্গিত করেন হর্ষ...
The #ChamarajpetPolice arrested a man for allegedly making an obscene sign at a woman while driving near #GopalanMall on Wednesday around 4 pm. The victim, #AkshathaRavikumar, a national media panelist for the #IndianYouthCongress, shared a video of the incident on X, which later… pic.twitter.com/EZ7HT0h9zb
— Hate Detector (@HateDetectors) February 28, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)