বিজেপির জনপ্রিয়তা কার্যত মুছে গেলেও বিরোধী জোটে যাচ্ছে না বহুজন সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশে এক সময় ক্ষমতায় থাকা মায়াবতীর বিএসপি এখন সেখানকার রাজ্য রাজনীতিতেও কার্যত অস্তিত্বহীন। কিন্তু এরপরেও বিজেপি বিরোধী জোটে যোগ না দিয়ে ২০২৪ লোকসভা নির্বাচনে একাই লড়ার সিদ্ধান্ত নিল বিএসপি। দেশজুড়ে ৫০০টি আসনে লড়ার সিদ্ধান্ত নিল মায়াবতীর দল। সূত্রের খবর এমনই। মায়াবতীকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে চেয়ে প্রচার চালাবে দল।
দলিত ভোট ফিরে পাওয়ার লড়ে এখন থেকে দেশজুড়ে প্রচার শুরু করতে চায় বিএসপি।এমনকী মায়াবতীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করছে বিএসপি। ২০১৯ লোকসভা নির্বচানে সমাজবাদী পার্টির সঙ্গে জোট গড়ে লড়ে মাত্র ১০টি আসনে জিতেছিল মায়াবতীর দল। বিজেপির বিরুদ্ধে একের এক প্রার্থী দিয়েছিলেন এক সময় ইউপি রাজনীতির যুযুধান দুই পক্ষ অখিলেশ যাদব ও মায়াবতী। তবে ২০১৯ লোকসভায় খারাপ ফলের পর এসপি-র সঙ্গ ছাড়ে বিএসপি।
দেখুন টুইট
Bahujan Samaj Party (#BSP) has decided to project its party chief #Mayawati as Prime Ministerial candidate for the #LoksabhaElection2024.
BSP sources said that the party would not join any opposition alliance but would go it alone in the Lok Sabha elections. pic.twitter.com/07ES8Upbdv
— IANS (@ians_india) June 9, 2023
আবার ২০২২ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে একা লড়ে বিএসপি জিতেছিল মাত্র ১৯টি আসন। লোকসভায় একন বিএসপি-র ৯ জন সাংসদ আছে।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)