হাসপাতাল থেকে ছাড়া পেলেন এআর রহমান (AR Rahman)। রবিবার সকালে বুকে ব্যথা নিয়ে চেন্নাইয়ের গ্রিমস রোডে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুরকার। ৫৮ বছরের রহমানের হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বেগ ছড়ায় সঙ্গীত মহলে। তবে দুপুরের আগেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল সঙ্গীতশিল্পীকে। অ্যাপোলো হাসপাতালের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, ডিহাইড্রেশনের (জল বিয়োজন) কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন শিল্পী। তবে নিয়মিত চেক-আপের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফেরেন এআর রহমান। এসে থেকেই শরীরে অস্বস্তির অভিযোগ করছিলেন। এরপরেই সাতসকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল থেকে রহমানের ছুটিঃ

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)