ফাইল ফটো

ভুবনেশ্বর: বিয়ের করার জন্য অনেকেই প্রচুর কাঠখড় পোড়ান। তারপরও অবশ্য বিয়ে হয় না অনেকের। তবে বিয়ে করার জন্য পরিবারের সদস্যদের নিয়ে কেউ ২৮ কিলোমিটার হেঁটে কনের বাড়িতে পৌঁছতে পারেন তা মনে হয় কখনও কল্পনাতেই আনা যায় না। প্রায় অবাস্তব সেই ঘটনাই ঘটেছে এবার ওড়িশার (Odisha) রায়গাদা (Rayagada) জেলায়।

গাড়ি চালকদের ধর্মঘটের (Drivers Strike) জেরে বিয়ে করতে যাওয়ার জন্য একটিও গাড়ি পাননি এক যুবক। তাই বরযাত্রীদের সঙ্গে নিয়ে ২৮ কিলোমিটার রাস্তা হেঁটে ওড়িশার রায়গাদা জেলায় কনের (Bride) বাড়িতে পৌঁছেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ে হওয়ার কথা ছিল শুক্রবার। কিন্তু, অনেক চেষ্টা করে কোনও গাড়ি জোগাড় করতে না পেরে বৃহস্পতিবার সন্ধ্যাতেই কল্যাণসিংহপুর ব্লকের সুনাকান্দি পঞ্চায়েত এলাকা থেকে হাঁটা শুরু করেছিলেন হবু বর (Groom) ও তাঁর পরিবারের সদস্যরা। তারপর সারা রাত ধরে হেঁটে শুক্রবার দিবালাপাডু গ্রামে পৌঁছে বিয়ে করেন ওই যুবক।

তাঁদের হেঁটে যাওয়ার একটি ভিডিয়ো পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তাতে দেখা যাচ্ছে, বর ও তাঁর সঙ্গে থাকা কিছু মহিলা-সহ বরযাত্রী রাতের বেলায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। ভিডিয়ো পোস্ট হওয়ার পরেই ভাইরাল হয়েছে।

দেখুন ভিডিয়ো: