নয়াদিল্লিঃ যতদিন যাচ্ছে বিহারে(Bihar) বাড়ছে রাসেল ভাইপার(Russell Viper) সাপের উপোদ্রব। এই রাসেল ভাইপার হল এশিয়ার সবচেয়ে বিপজ্জনক সাপ। বিগত কয়েক বছর ধরে বিশেষ করে ভাগলপুরে(Bhagalpur) এর আনাগোনা বেড়েছে। কখনও বাড়িতে, কখনও রাস্তায়, কখনও আবার হোস্টেলে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে এই বিষধরকে। বিগত কয়েক বছরে শতাধিক রাসেলস ভাইপার উদ্ধার করা হয়েছে। এ বার রাসেল ভাইপারকে পাকরাও করে হাসপাতালে ছুটলেন এক ব্যাক্তি। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বিহাররে ভাগলপুর। প্রকাশ মণ্ডল নামে এক ব্যাক্তিকে আক্রমণ করে বিষধর রাসেল ভাইপার। এরপর সাপটির মুখ চেপে ধরে নিয়ে সোজা হাসপাতালে ছোটেন ওই ব্যাক্তি। যন্ত্রণায় হাসপাতালের মেঝেতে শুয়ে ছটফট করলেও সাপটিকে ছাড়েননি তিনি। এই কাণ্ড দেখে হাসপাতালে ভিড় জমে যায়। সাপের ভয়ে প্রকাশের সামনে আসতে ভয় পাচ্ছিলেন ডাক্তাররা। পরবর্তীতে সাপটিকে উদ্ধার করে ওই ব্যাক্তির চিকিৎসা শুরু করা হয়। হাসপাতাল সূত্রে খবর তাঁর অবস্থা আশঙ্কাজনক।
রাসেল ভাইপারের কামড় খেয়ে আস্ত সাপ হাতে নিয়ে হাসপাতালে ছুটলেন ব্যাক্তি
Bhagalpur में रसेल वाइपर (सांप) लेकर अस्पताल पहुंचा युवक..
Young Man With Russell's Viper To Hospital pic.twitter.com/ZwPRRLIEtC
— News18 Bihar (@News18Bihar) October 16, 2024