Pornhub Blocked in Thailand: নিষিদ্ধ হল পর্নহাবের সাইট, বিক্ষোভ দেখাচ্ছে থাইল্যান্ডবাসীরা
পর্নহাব (Photo Credits: File Image)

ইন্টারনেটে নিষিদ্ধ পর্নহাবের (Pornhub) সাইট, আর তাতেই বেজায় ক্ষুব্ধ থাইল্যান্ডবাসী (Thailand)। বিক্ষোভে ফেঁটে পড়েছে নেটদুনিয়া। কেন বন্ধ করা হল পর্নহাবের সাইট? ডিজিটাল ইকোনোমি মন্ত্রকের কাছে প্রশ্ন নেটিজেনদের। পর্নহাবের প্রায় ১৯০ টি ওয়েবসাইট ব্লক করা হয়েছে। টুইটারে ট্রেন্ড করছে সেভপর্নহাব ও হর্নিপাওয়ারের হ্যাশট্যাগ।

আগেই XXX পর্ন ব্যান করা হয় থাইল্যান্ডে এবার বন্ধ করা হল পর্নহাবের সাইট। বলা হয় একটা বিশাল সংখ্যক দর্শক থাইল্যান্ডে পর্ন দেখে। ডিজিটাল মন্ত্রী বুদ্ধিপঙসে পুন্নাকান্ত এপ্রসঙ্গে জানান, সাইবারক্রাইম নিয়ে পিতামাতা, সাধু-সন্ন্যাসী, শিক্ষকরা যেভাবে অভিযোগ জানাচ্ছে তাতে এই পদক্ষেপ নিতে বাধ্য হয় থাই সরকার। আরও পড়ুন, বুধবার থেকে চলবে লোকাল ট্রেন, জেনে নিন যাবতীয় নিয়ম বিধি

যৌন পাচার, শিশু ধর্ষণের ভিডিও প্রচারের কারণে XXX ভিডিওকে আগেই নিষিদ্ধ ঘোষণা করা হয়। পর্নহাব নিষিদ্ধ করার আগে একটি পিটিশন গ্রহণ করা হয়, যেখানে প্রায় ২ মিলিয়ন মানুষ পর্নহাব বন্ধের সমর্থনে ভোট করেন। কিছুদিন আগে ২২ জন মহিলাকে জোর করে নির্মাণ করানো পর্ন ভিডিও শুট করেছিল গার্লসদুপর্ন ডট কমের মালিক, সেগুলিও পর্নহাবে আপলোড করা হয়। একের পর এক দুর্নীতির কারণে বন্ধ করা হয় এই ওয়েবসাইটটিও।