কলকাতা: সোশ্যাল মিডিয়ার সৌজন্যে প্রতিদিন কত কিছু জানি, কত কিছু শিখি আমরা। কতরকমের কর্মকাণ্ডের এই মায়াজালে ভালো কিছুও যে পাওয়া যায় ফের তার প্রমাণ রাখলেন কানাডার বাসিন্দা এক শিখ মহিলা (Sikh woman)। সন্তানরা যাতে তাদের ধর্মীয় আচার মেনে মাথার পাগড়ির (Turban) উপরে বাইকে বা সাইকেলে রাস্তায় বেরোনোর সময় হেলমেট (Helmet) পড়তে পারে তার ব্যবস্থা করলেন। অভিনব সেই হেলমেট (Turban-Friendly Helmet) তৈরির ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন কানাডার (Canada) ওন্তারিও (Ontario) এলাকার বাসিন্দা টিনা সিং (Tina Singh)। যা নিমিষে ভাইরাল হয়েছে। সন্তানদের প্রতি মায়ের ভালোবাসার অমূল্য এই দৃশ্য দেখে মনে ভালো হয়েছে অনেক নেটিজেনেরই।
View this post on Instagram