Marriage. (Credit: X)

Fake Marriage Racket: উত্তরপ্রদেশের সোনভদ্রে অভিনব প্রতারণার জালের পর্দাফাঁস করল পুলিশ। 'লুটেরি দুলহান' নামে কুখ্যাত রানী কুমারীকে অবশেষে গ্রেফতার করা হল। ডজনখানেক বিয়ে আর প্রতারণার দায়ে অভিযুক্ত সেই মহিলা। রীতিমিত পরিকল্পিতভাবে বিয়ের নামে চলত বড় প্রতারণা চক্র। অভিযুক্ত রানী কুমারীর সঙ্গে গ্য়াংয়ের অপর দুই সদস্য তার স্বামী রবি রঞ্জন মৌর্য এবং মা মায়া দেবীকেও গ্রেফতার করা হয়েছে। এই গ্যাং বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বরপক্ষের নগদ টাকা-গয়না লুট করে উধাও হয়ে যেত।

কীভাবে চলত বিয়ের নামে প্রতারণা

বিয়ে করে কয়েক ঘণ্টা, বা দিনের মধ্যেই নগদ, সোনা-দানা নিয়ে পালিয়ে যেত ৩৫ বছরের সোনভদ্রের বাসিন্দা রানী। দালালের মাধ্যমে বর খুঁজে বিয়ে, রাতে বা ভোরে লুট করে পালানো। এই ছিল প্রতারক চক্রের সহজ অপারেশন। পুলিশের প্রাথমিক অনুমান অন্তত ১০-১২টি বিয়ে করে কয়েক লক্ষ টাকা সরিয়েছে রানী, তার স্বামী ও তারা মা।

দেখুন খবরটি

কীভাবে ধরা পড়ল 'লুটেরি দুলহান'

গত, শুক্রবার ময়ূরপুর থানার অভিযানে নববধূর পোশাকে লুণ্ঠিত নগদ টাকা, সোনার গয়না এবং অন্যান্য মূল্যবান জিনিস ধরা পড়ে 'লুটেরি দুলহান' রানী। পুলিশ জানায়, "এরা বিয়েকে ব্যবসা বানিয়েছিল। রানীই গ্যাংয়ের মূল চালিকাশক্তি।"বিয়ের পরদিনই বউ উধাওয়ের ঘটনায় একাধিক বরপক্ষ থানায় এফআইআর করার বিশেষ দল গড়ে লুটেরা দুলহানকে ধরা হয়।