নয়াদিল্লি, ৪ অক্টোবর : চিড়িয়াখানায় (Zoo) ঘুরে বেড়াচ্ছেন পশুরাজ সিংহ (Lion)। এমন সময় মজা (Joke)করতে করতে বেড়া টপকে এক ভদ্রমহিলা (Gentle lady) পৌঁছে গেলেন
আফ্রিকান সিংহের এনক্লোজারে! জমজমাট বিষয়টি নিমেষেই পরিণত হল ভয়াবহ ও শিউড়ে ওঠার মতো ঘটনায়৷ নিউইয়র্কের ব্রোন্স চিড়িয়াখানায় (New York's Bronx Zoo) ঘটে যাওয়া এই ঘটনাই এখন ক্যামেরাবন্দী হয়ে ভাইরাল (Viral) হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যা দেখে রীতিমত হৈচৈ পড়ে গিয়েছে নেট দুনিয়ার (Internet) বাসিন্দাদের মধ্যে।
সুরক্ষাবলয় টপকে ভদ্রমহিলা ঢুকে গেলেন। কিন্তু ঢুকে পড়েই আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। একেবারে 'পায়ে পড়ি বাঘ মামা' ধাঁচে প্রায় নট নড়নচড়ন হয়ে পড়লেন মহিলা৷ চিড়িয়াখানায় ঘুরতে এসে একজন এই ভিডিও (Video) রেকর্ড করেন ৷ ইন্সটাগ্রামে (Instagram) 'রিয়েল সবরিনো' প্রোফাইল (Profile) থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে৷ যার ট্যাগলাইনে (Tagline) লেখা হয়েছে 'ভিডিওটা শেষ অবধি দেখুন, তবেই দেখতে পাবেন কি হয়েছে৷' যেখানে দেখা গিয়েছে, এনক্লোজার ভাঙলেও সিংহটি আঘাত করেনি ভদ্রমহিলাকে৷ তাকে হাত নেড়ে সিংহের সঙ্গে যোগাযোগ করতেও দেখা যায়। এসময় সিংহকে বেশ শান্ত থাকতেও দেখা যায়। অনেকে ওই নারীর সাহসের বেশ প্রশংসা করেছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। আরও পড়ুন- সাপের খেলার লাইভ ভিডিও-তে দেখাতে গিয়ে কীভাবে আক্রমণের শিকার হলেন ব্যক্তি দেখুন ভাইরাল ভিডিও-তে
নিউইয়র্কের ব্রোন্স চিড়িয়াখানায় লোকজনের আনাগোনা বেশ জমজমাট থাকে। ওই নারীর এমন আচরণের নিন্দা জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এক বিবৃতিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, বেড়া টপকে সিংহের কাছে যাওয়ার পদক্ষেপ মারাত্মক ও বেআইনি। যা গুরুতর আহত হওয়ার বা মৃত্যুর কারণ হতে পারত। এমন আচরণের জন্য একটি ‘জিরো টলারেন্স নীতি’ রয়েছে বলেও জানানো হয় ওই বিবৃতিতে।