ভাইরাল ভিডিয়োর খোলক (ছবিঃX)

নয়াদিল্লিঃ বিবাহিত (Married) নারীদের (Women)  উপর অত্যাচারের ঘটনা নতুন নয়। স্বামী বা শ্বশুরবাড়ির অত্যাচারের শিকার বহু মহিলা। সংবাদমাধ্যমে প্রায়ই এই ধরনের ঘটনা উঠে আসে। কিন্তু সম্প্রতি বারেবারে শিরোনামে বিবাহিত পুরুষদের উপর হওয়া অত্যাচারের ঘটনা। বেঙ্গালুরুর অতুল সুভাষ (Atul Subhas) থেকে মিরাটের (Meerut)সৌরভ রাজপুত হত্যাকাণ্ড (Saurabh Rajput Murder Case) চোখের সামনে ঘটে যাচ্ছে একের পর এক ঘটনা। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক লোকো পাইলটের উপর অত্যাচারের ভিডিয়ো। ভিডিয়োটি লুকনো ক্যামেরায় তোলা বলেই জানা গিয়েছে। ভাইরাল ভিডিয়োর মাধ্যমেই পুলিশের দ্বারস্থ 'অসহায়' যুবক। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক যুবককে মারধর করছেন মহিলা। কখনও চর, কখনও বা লাথি, অনবরত ওই যুবককে মেরে চলেছেন মহিলা। নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন যুবক। এরপরই ওই ভাইরাল ভিডিয়োর সুত্র ধরে নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ ওই যুবক।

ত্রীর অত্যাচারের শিকার লোকো পাইলট, ভাইরাল ভিডিয়ো

জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম লোকেশ মাঝি। পেশায় রেলের লোকো পাইলট। তাঁর স্ত্রীয়ের নাম হর্ষিতা রাইকর। অভিযোগ, স্ত্রী হর্ষিতার বিরুদ্ধে গার্হ্যস্থ হিংসার অভিযোগ তুলেছেন লোকেশ। ইতিমধ্যেও স্ত্রীর বিরুদ্ধে মধ্যপ্রদেশের পান্নার পুলিশের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত লোকো পাইলট। পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালের জুন মাসে সাত পাকে বাঁধা পড়েন লোকেশ ও হর্ষিতা। লোকেশের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির অত্যাচারের শিকার তিনি। বিয়ের পরই তাঁর থেকে টাকা, গয়নার দাবি করতে থেকে স্ত্রী, শাশুড়ি ও শ্যালক। আর তা না দিতে পারলেই চলত অত্যাচার। এমনকী নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পর্যন্ত দিত না স্ত্রী। দিনদিন বাড়তে থাকে অত্যাচার। নানারকম হুমকি দিতেন স্ত্রী। এমনকী একবার মশা মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করার হুমকিও দেন স্ত্রী। একপ্রকার তাতে ভয় পেয়েই মুখে কুলুপ এঁটেছিলেন লোকেশ। তবে আর অত্যাচার সহ্য করতে পারেননি। দিশেহারা হয়ে বাঁচার আর্তি নিয়ে পুলিশের দারস্থ হতে বাধ্য হন লোকেশ। ২০ মার্চ প্রথমে সাতনা পুলিশের কাছে স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

'বউ খুব মারে, আমায় বাঁচান স্যার' ভিডিয়ো বার্তায় বাঁচার আর্তি লোকো পাইলটের