কখন যে কী হয়ে যায়, কেউ তা বলতে পারে না। এইরকমই একটি ঘটনা ঘটেছে। বাইক (Bike) পেছানোর সময় গর্তে (Pit) পড়ে গেলেন আরোহী। আর সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। ভিডিওটি 'হোয়াই মেন লিভ লেস' নামের একটি টুইটার হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে, যার ক্যাপশনে লেখা আছে, 'জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ।'
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বাইকে চেয়ে রয়েছেন এক ব্যক্তি। রাস্তায় উঠবেন বলে তিনি বাইকটিকে পিছিয়ে নিয়ে আসছিলেন। আর তখনই ঘটে দুর্ঘটনাটি। পিছানোর সময় তিনি যে রাস্তার পাশে থাকা একটি গভীর গর্তে বাইক-সহ পড়ে যান। গর্তটি বেশ বড়, তাই পড়ে যাওয়ার পর বাইক আরোহীকে দেখা যাচ্ছে না।
দেখুন ভিডিও:
Journey to the Center of the Earth pic.twitter.com/CeFcYVxiSq
— Why men live less (@Menliveless) August 7, 2022
ভিডিওটি শেয়ার হতেই হতবাক হয়ে যান নেটিজেনরা। অনেকেই এই ঘটনাকে দুঃখজনক বলেছেন। এক নেটিজেন লিখেছেন, "এটি দুঃখজনক। অবশ্যই মজার না।" আরেকজন লিখেছেন, "বাইক আরেহী কি গর্ত থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন? কেউ কি সাহায্য করেছে? আমি নিশ্চিত যে তিনি আঘাত পেয়েছেন, মোটরসাইকেল ভারী এবং আমি তাই ভাবছি কীভাবে তিনি বের হতে পারবেন।"