(Photo: Twitter)

কেরামতি দেখাতে গিয়ে কোবরার (Cobra) ছোবল খেলেন এক যুবক। কর্নাটকের (Karnataka) সিরসির (Sirsi) ঘটনা। মাজ সইদ নামের ওই যুবক তিনটি কোবরা সাপ নিয়ে কেরামতি দেখাচ্ছিলেন। একটি কোবরা তাঁকে আচমকা আক্রমণ করে। যুবকের হাঁটুতে ছোবল মারে সাপটি। সাপের ছোবল খেয়ে সঈদ এখন হাসপাতালে ভর্তি। সাপের ছোবল মারার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

সঈদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। চ্যানেলটি একই রকম ভিডিওতে পূর্ণ। তবে তার সাম্প্রতিক স্টান্টটি একটি ভয়ঙ্কর পরিণতিতে শেষ হয়েছিল। যখন হঠাৎ একটি সাপ তাঁকে আঘাত করেছিল। অনলাইনে ভাইরাল হওয়া ফুটেজে দেখা যাচ্ছে সাপটি স্টান্টম্যানের দিকে ফুসফুস করছে এবং তাঁর হাঁটুতে কামড় দিচ্ছে। সাপটি সঈদের হাঁটুতে কামড়ে ধরেছিল। কামড় ছাড়াতে সঈদকে সাপের লেজ ধরে টানতে দেখা গিয়েছে ভিডিওতে।

দেখুন ভিডিও:

টুইটারে ভিডিওটি শেয়ার করে মাজ সঈদের সমালোচনা করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা (Susanta Nanda)। তিনি লিখেছেন, "কোবরা সাপ সামলানোর একটি ভয়ঙ্কর উপায়। সাপ নড়াচড়াকে হুমকি হিসাবে বিবেচনা করে এবং নড়াচড়াকে অনুসরণ করে। মাঝে মাঝে প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে।"