জন্মদিনে চার্টার্ড ফ্লাইটে কেক কাটছেন তেজস্বী যাদব (Photo Credits: IANS)

পাটনা, ১১ নভেম্বর: জন্মদিন (Birthday) উপলক্ষে চার্টার্ড ফ্লাইটে (Chartered Flight) বসে কেক (cake) কাটছেন তেজস্বী যাদব (Tejashwi Yadav)। অন্যদিকে বাবা লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) বর্তমানে জেলবন্দি। এই ঘটনাই ৩০ তম জন্মদিনে রাষ্ট্রীয় জনতা দলের (Rastriya Janata Dal) নেতাকে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের মুখে ফেলল চরমভাবে। জন্মদিন উদযাপন করতে গিয়ে ট্রোলড হলেন লালুপুত্র।

স্পেশ্যাল একটি ফ্লাইট যাকে চার্টার্ড বিমানও বলা যেতে পারে সেখানেই লালুপ্রসাদ যাদবের বড় ছেলেকে দেখা গিয়েছে জন্মদিনের কেক কাটতে। গত ৯ নভেম্বর ৩০এ পা দিলেন লালুপুত্র। জানা গিয়েছে, এদিন রাঁচি থেকে পাটনা (Patna) যাচ্ছিলেন তিনি। সেই চার্টার্ড ফ্লাইটেই কেক কাটতে দেখা গিয়েছে তেজস্বী যাদবকে। ট্রোলড হওয়া ছবিটিতে দেখা গিয়েছে, ধবধবে সাদা কুর্তা পরে পার্টির কিছু নেতার সঙ্গে ব্রেকফাস্ট (Breakfast) সারছেন তেজস্বী। তাঁর এমন ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ব্যাপক হারে খোঁচা দিতে শুরু করেছেন নেটপাড়ার মানুষজন। কেউ বলছেন, 'বিহার আবার গরীব কোথায়? লালুপুত্র তো প্রাইভেট জেটে কেক কাটছেন।' আবার একজন আবার লিখেছেন, 'উনি কি সত্যিই গরীব বিহারের নেতা?' অন্য এক ট্যুইটার ব্যবহার কারী লিখছেন, 'গরীবীর ভালো উদাহরণ।' কোন টুইটার ব্যবহারকারী আবার সোজা তেজস্বীর নাম নিয়ে লিখছেন, 'তেজস্বী যাদব আশা করি আপনার বাবা যখন জেলবন্দি তখন প্রাইভেট জেটে কেক কেটে ভালোই জন্মদিন সেলিব্রেট করলেন।' আরও পড়ুন: Camera inside women's loo: পুনের ক্যাফেতে বাথরুমে লুকোনো ছিল ক্যামেরা! মহিলার নজরে আসতেই ভাইরাল হল ভিডিও

এদিন তেজস্বী যাদব নিজের পোলো রোডের বাংলোয় ৩০ টি চারাগাছ (Plant) রোপণের মাধ্যমে জন্মদিন উদযাপন করেন। জন্মদিনের অংশ হিসেবে ছিল ৩০ পাউন্ডের একটি কেকও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দলের রাজ্য সভাপতি রামচন্দ্র পূর্বে, আবদুল বারী সিদ্দিকী, শিবচন্দ্র রাম, কান্তি দেবী এবং তানভীর হাসান।