Viral:  কর্কট রোগ কাড়তে পারেনি মনের জোর, ৫৪ ঘণ্টা টানা সাঁতরে ইংলিশ চ্যানেল পেরিয়ে রেকর্ড গড়লেন কলোরাডোর মহিলা থমাস
File Photo

কর্কট রোগ (Cancer) শরীরে বাসা বেঁধেছে বহুদিন। কিন্তু কোনওভাবেই হার মানতে রাজি ছিলেন না তিনি। 'অসম্ভব' নামের পাহাড় ডিঙিয়ে নিজেকে প্রমাণ করাটাই ছিল তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ (Challenge)। তিনি একজন মহিলা। (Woman) তিনি কলোরাডোর (Colorado) বাসিন্দা সারহা থমাস (Sarha Thomus)। ৩৭-এর এই সাহসিনী একটানা সাঁতরে চারবার পার করেছেন ইংলিশ চ্যানেল (English Channel)। টানা ৫৪ ঘণ্টা (54 Hours) সাঁতরে ১৩০ মাইল (130 Miles) পথ পেরিয়ে গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রেকর্ড (Record) গড়েছেন তিনি।

গত রবিবার (১৫ সেপ্টেম্বর) এই যাত্রা শুরু করেন থমাস। চ্যানেল পার হওয়ার জন্য তাঁকে ৮০ মাইল (80 Miles) পার হতে হতো। কিন্তু জোয়ারের কারণে আরও ৫০ মাইল বেশি পাড়ি দিতে হয়েছে তাঁকে। থমাস জানিয়েছেন, 'এখনও আমি বিশ্বাস করে উঠতে পারছি না। আমাকে উৎসাহ দিতে এত লোক আসছেন। আমি স্তম্ভিত।' উল্লেখ্য, এর আগে না থেমে শুধুমাত্র চারজন পুরুষ ইংলিশ চ্যানেল পার করতে পেরেছেন। কিন্তু সারহাই প্রথম মহিলা, যিনি রেকর্ড গড়লেন। আরও পড়ুন-পিভি সিন্ধুকে বিয়ে করার আবেদন জানিয়ে সরকারী অফিসে হাজির ৭০ বছরের বৃদ্ধ, না হলে বিশ্বজয়ী শাটলারকে অপহরণ করে বিয়ে করার হুমকি

২০১৮ সালে ক্যানসার মুক্ত হন সারহা। এই জয় সকল ক্যানসার আক্রান্ত মানুষকে উৎসর্গ করেছেন তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) সাহসিনীর এই জয়। তাঁকে অভিনন্দন (Congratulation) জানিয়েছেন অনেকেই। এই প্রসঙ্গে সারহা জানিয়েছেন, ‘আপাতত আমি ক্লান্ত। এখন কিছুদিন আমার বিশ্রামের প্রয়োজন।’