নাচতে নাচতেই সাত পাকে ঘুরলেন বর-কনে

ভারতীয়দের কাছে বিয়ে মানেই দিন কয়েকের উৎসব। বিয়ের রীতিনীতি, জাঁকজমক আয়োজন, নাচ, গান, খাওয়া দাওয়া নিয়ে ভরপুর আনন্দ। মন্ত্রোচ্চারণের সঙ্গে মাল্যদান, সাত পাকে বাঁধা, সিঁদুর দানের মধ্যে দিয়ে একটি বিবাহ সম্পন্ন হয়। ভারতের এক এক প্রান্তে এক একরকমভাবে বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজ্যভিত্তিতে নিয়ম বিধি পরিবর্তন হতে থাকে। বর্তমানে সময় বদলাচ্ছে, নিয়মের ঘেরাটোপ ভেঙে রীতিনীতি বদলাচ্ছে। কারও কাছে কন্যাদান অপ্রাসঙ্গিক আবার কারও কাছে মায়ের আঁচলে ঋণ শোধের চাল ছড়িয়ে বাপের বাড়ি ছাড়া। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে নিয়ম। ঠিক এভাবেই আরও এক নিয়ম ভেঙে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক দম্পতি।

সাত পাকে হাঁটতে হাঁটতে কাউকে নাচতে দেখেছেন? বিয়ের সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম সাত পাকে বাঁধা। সাতজন্মের এক বন্ধন। এমন এক রোমাঞ্চকর মুহূর্তে বর, কনের হাত, পা একবার হলেও কাঁপে। কিন্তু এই ভাইরাল দম্পতি এক্কেবারে আলাদা। অগ্নিকে সাক্ষী করে নাচতে নাচতেই সাত পাকে বাঁধা পড়লেন। আবহ সঙ্গীতে হিন্দি বলিউড গান 'মেরি ইয়ার কী শাদি হ্যায়।' এক মজাদার মুহূর্তের সাক্ষী রইলেন নেটিজেনরা। যারা মানেন বিয়ে করা মানেই 'বরবাদী', তাঁদের বুড়ো আঙ্গুল দেখিয়ে দিব্ব্যি আনন্দ করে বিয়ে করলেন এই দম্পতি। আরও পড়ুন, প্রথম দু'দফা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল বাম শিবির, শালবনিতে প্রার্থী হচ্ছেন সুশান্ত ঘোষ

কিন্তু এর মধ্যেও সমালোচনার শিকার হতে হল দম্পতিকে। বিয়ের মতো পবিত্র অনুষ্ঠানে কেন এমন বেলেল্লাপনা হচ্ছে? তির্যক মন্তব্য উড়ে এল তাঁদের উদ্দেশে। এক নামকরা ব্যবসায়ীর মতে এটি 'বেলেল্লাপনা'। তাঁরা নিজের সংস্কৃতির অপমান করছেন বলে তাঁর। সাত পাকে ঘোরার সময় নাচ করা ঠিক কী নয়, এই নিয়ে উঠল তুমুল সমালোচনার ঝড়। যদিও অনেকেরই বক্তব্য, আনন্দ করে বিয়ে করার মধ্যে কোনও বেলেল্লাপনা নেই। এমনকি এর জন্য বলিউড ইন্ডাস্ট্রিকে দোষারোপ করতেও ছাড়েননি অনেকে।