টিটি সবিন্দ কুমার (ছবিঃX)

নয়াদিল্লিঃ দ্রুত গতিতে ছুটছে ট্রেন(Train)। পথে আচমকা বুকে প্রচণ্ড(Chest Pain) ব্যথা অনুভব করেন এক যাত্রী(Passenger)। তৎক্ষণাৎ সিপিআর দিয়ে যাত্রীর প্রাণ বাঁচালেন কর্মরত টিকিট চেকার। ঘটনাটি ঘটেছে পবন এক্সপ্রেসের এসি ওয়ান কোচে। অসুস্থ ব্যাক্তির নাম বিপি করণ। বয়স ৬৫। পবন এক্সপ্রেসে চেপে বিহারের দ্বারভাঙ্গা থেকে উত্তর প্রদেশের বারাণসীতে যাচ্ছিলেন তিনি। ট্রেন যখন বিহারের সোনপুরে ঢুকছে তখন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ। এই খবর পেয়ে ছুটে আসেন ওই কোচে কর্মরত টিটি পরীক্ষক সবিন্দ কুমার। ভিডিয়ো কলে পারিবারিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে সিপিআর দিয়ে তাঁকে সাময়িক সুস্থ করে তোলেন। জ্ঞান ফেরে তাঁর।এরপর ভারতীয় রেলওয়ের পোর্টাল ‘রেলমদদ’-এ গিয়ে সাহায্যের আবেদন করা হয়। বর্তমানে স্থিতিশীল রয়েছেন ওই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই মুহূর্তের ভিডিয়ো। যা দেখে সবিন্দ কুমারকে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনদের একাংশ। 'ভগবান' বলেও আখ্যা দিয়েছেন কেউ-কেউ।

 চলন্ত ট্রেনে বুকে ব্যথা, সিপিআর দিয়ে যাত্রীর প্রাণ বাঁচালেন টিটি