Solar Eclipse: আজ, শনিবার ২ অগাস্ট নাকি বিশ্বের বিভিন্ন প্রান্তে হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ( Solar Eclipse)। ভারতের বিভিন্ন জায়গাতেও দেখা যাবে এই সূর্যগ্রহণ। দীর্ঘ ৬ মিনিটের জন্য দিনের বেলাতেই ঘন অন্ধকার নেমে আসবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় হীরের আংটিও দেখা যাবে। এমন পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই জানতে চাইছেন, কখন হবে এই সূর্যগ্রহণ। ভারতের কোথা থেকে দেখা যাবে এটি? কিন্তু এই পোস্টটি একেবারেই ভুয়ো। বিজ্ঞানীরা জানিয়েছেন, চলতি বছর কোনও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ঘটনা ঘটবে না। দীর্ঘ ৬ মিনিট ২৩ সেকেন্ড দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি হবে ২ অগাস্ট। কিন্তু সেটা ২০২৫ সালের নয়, বরং ২০২৭ সালের ২ অগাস্ট। দু বছর পর ২ অগাস্ট হতে চলেছে ২১শ শতকের দ্বিতীয় দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ২০০৯ সালে ৬ মিনিট ৩৯ সেকেন্ডের পূর্ণ গ্রাস সূর্যগ্রহণের পর এটাই হতে চলেছে চলতি শতকের সবচেয়ে দীর্ঘতম Solar Eclipse। ২০২৭টা- ২০২৫ ভেবে সাল বিভ্রাট নিয়েই সোশ্যাল মিডিয়া পোস্টগুলি ভুয়ো হয়ে গিয়েছে।
পরবর্তী সূর্যগ্রহণ কবে হবে
এমন ভুয়ো পোস্ট ভাইরাল হতেই নাসাও জানিয়েছে, আজ, ২ অগাস্ট কোথাও সূর্যগ্রহণ হবে না। পরবর্তী আংশিক সূর্যগ্রহণ হবে চলতি বছর ২১ সেপ্টেম্বর। সেটা অবশ্য ভারত থেকে দেখা যাবে না। ২০২৬ সালের ১২ অগাস্ট হতে চলা পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, রাশিয়া, এবং পর্তুগালের কিছু জায়গা থেকে।
আজ নয় ২০২৭ সালের ২ অগাস্ট হবে 'সবচেয়ে দীর্ঘ' সূর্যগ্রহণ
'Eclipse of the century': Lengthy 6-minute solar eclipse is coming Aug. 2, 2027 https://t.co/snRgYwQnnH
— USA TODAY (@USATODAY) August 2, 2025
তবে ৬ মিনিট ২৩ সেকেন্ড দীর্ঘ সূর্যগ্রহণের পোস্টের আসল সত্য়িটা কী?
আজ, শনিবার এমন কিছু ঘটবে না। ২০২৭ সালের ২ অগাস্ট ইউরোপের কিছু দেশ, ইজিপ্ট সহ উত্তর আফ্রিকা ও সৌদি আরব, লিবিয়া মধ্য প্রাচ্যের কিছু দেশে এমন দীর্ঘ সময়ের জন্য পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে।
