Snake breeder Alisher Yarmatov. (Photo Credits: X)

Cobra Snake: একেবারে বিষধর সাপ, শিকারী পাখিদের বেডরুমে রেখে তিনি ঘুমোতে যান। তাঁর মত পশু-সাপ, পাখি-পতঙ্গ প্রেমী দুনিয়ায় খুব কমই আছে। উজবেকিস্তানের সামারকন্দ শহরে বাসিন্দা আলিশের ইয়ারমাতভ এমনই একজন মানুষ। তাঁর নিজের বাড়িতেই ৪০টিরও বেশি বিষধর কেউটে (Cobra) এবং অন্যান্য সাপ (Snakes), সরীসৃপ ও শিকারী পাখি প্রজনন করছেন। ইয়ারমাতভ যে সাপগুলি প্রজনন করছেন, তাদের মধ্যে রয়েছে মধ্য এশীয় কোবরা, যাদের ক্যাস্পিয়ান কোবরা নামেও ডাকা হয়। এই প্রজাতিটি খুবই বিষাক্ত এবং উজবেকিস্তানের বিপন্ন প্রাণীর তালিকাতেও রয়েছে। এই সাপের বিষ এতটাই শক্তিশালী যে কামড়ানোর পর এক ঘণ্টার মধ্যেই মারাত্মক উপসর্গ দেখা দিতে পারে—দুর্বলতা, ঘুমঘুম ভাব, এবং শ্বাসকষ্ট। চিকিৎসা না করালে মৃত্যু পর্যন্ত হতে পারে।

বাড়িতে সাপ প্রতিপালনের উপযুক্ত পরিবেশ তৈরি করেছেন

তবে এই উজবেক শুধু সাপ, কেউটেদের শুধু প্রজননই করছেন না, তাদের সংরক্ষণ এবং গবেষণার কাজও করে চলেছেন। তাঁর বাড়িতে নিয়ে কৃত্রিম উপায়ে এমন এক বিশেষ পরিবেশ তৈরি করেছেন যেখানে এই সাপদের উপযুক্ত খাবার, আবাস, এবং স্বাস্থ্য রক্ষার সমস্ত ব্যবস্থাই রয়েছে। আরও পড়ুন-এক বছরের শিশুর কামড়ে বিষধর কেউটের মৃত্য়ু! সংজ্ঞা হারানোর পর সুস্থ খুদে

দেখুন ভিডিও

সাপেদের ভালবাসেন তিনি

সবাই যেখানে সাপদের ভয় পায়, ইয়ারমাতভ বলেন, তিনি সাপদের ছাড়া বাঁচার কথা ভাবতে পারেন না। সাপেদের স্বভাব খুব ভালো বোঝা নিয়ে তিনি বলেন, ওদের বোঝার কাজটা মোটেও কঠিন নয়। তবে অবশ্যই বিশেষ প্রশিক্ষণ, ধৈর্যের প্রয়োজন আছে।

আলিশের ইয়ারমাতভের এই উদ্যোগ মধ্য এশিয়ার জীববৈচিত্র্য রক্ষায় এবং কোবরার বিষ ব্যবহার করে চিকিৎসা গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি সামারকন্দের প্রেক্ষাপটে বন্যপ্রাণ সংরক্ষণের এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠছে।